মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮, ০৪:৪৯:২৪

মৃত ঘোষণার পর ময়নাতদন্তের সময় আচমকাই উঠে বসলেন মৃত ব্যক্তি

মৃত ঘোষণার পর ময়নাতদন্তের সময় আচমকাই উঠে বসলেন মৃত ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : মৃত যুবকের ময়নাতদন্ত করা হবে। মৃতদেহ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন চিকিৎসকেরা। আচমকাই উঠে বসলেন মৃত ব্যক্তি। চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন মধ্যপ্রদেশের চিন্দওয়ারার বাসিন্দা হিমাংশু ভরদ্বাজ। দুর্ঘটনার পর হিমাংশুকে নাগপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে গিয়ে চিকিৎসকেরা তার ‘ব্রেন ডেথ’ হয়েছে বলে ঘোষণা করেন। কিন্তু তাল কাটে তার পরেই। নাগপুরের ওই হাসপাতাল থেকে চিন্দওয়ারার জেলা হাসপাতালে ময়নাদতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হিমাংশুর দেহ।

সেখানেই বিপত্তি ঘটে। উপস্থিত চিকিৎসকেরা দেখতে পান হিমাংশুর দেহ নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত সেখানেই চলছে তার চিকিৎসা। ঘটনার পরেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান হিমাংশুর পরিবারের ও এলাকার বাসিন্দারা।

চিকিৎসকদের বিরুদ্ধে স্লোগানবাজিও করেন তারা। তবে কী করে চিকিৎসকেরা একজন জীবিত রোগীকে ‘ব্রেন ডেথ’ হিসাবে ঘোষণা করতে পারেন, সেই নিয়েও উঠছে প্রশ্ন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে