মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮, ০৯:৫৯:৪৩

পুলিশ আসতেই জেগে উঠল ট্রেনে কাটা ব্যক্তি, হাত ধরে বলল...!

 পুলিশ আসতেই জেগে উঠল ট্রেনে কাটা ব্যক্তি, হাত ধরে বলল...!

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশ আসতেই জেগে উঠল ট্রেনে কাটা পড়া ব্যক্তি। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নন্দুরবাড় স্টেশনে।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দেশটির নন্দুরবাড় স্টেশনে মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান এক ব্যক্তি। দু'টুকরো হয়ে যায় তার দেহ। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের ধড় ছুঁতেই জেগে ওঠে দেহটি। পুলিশকর্মীর হাত ধরে কাটা পড়া ব্যক্তি নিজের নাম ও ঠিকানা বলেন। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

পুলিশের দাবি, মৃতপ্রায় যুবক ভাঙা ভাঙা শব্দে জানায় তার নাম সঞ্জু। সে স্থানীয় মালিওয়াড়ার বাসিন্দা। তদন্তে পুলিশ জানতে পারে যুবকের নাম সঞ্জয় নামদেও মরাঠে (৩০)। তার আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে