মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮, ১০:০২:৩৩

ফিল্মি স্টাইলে অপহরণ চেষ্টা নস্যাৎ করলো দুই ছাত্রী!

ফিল্মি স্টাইলে অপহরণ চেষ্টা নস্যাৎ করলো দুই ছাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: ফিল্মি স্টাইলে দশম শ্রেণির দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছিল পাঁচ অপহরণকারী। কিন্তু সেই চেষ্টা নস্যাৎ করে দিয়েছে ওই দুই ছাত্রী। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার রবীন্দ্রনগর থানার সি ব্লকের আকুয়ারিয়্যাম মোড়ে।

মুখে রুমাল চেপে পাঁচ অপহরণকারী ওই দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। তবে তাদের উপস্থিত বুদ্ধিমত্তায় নস্যাৎ হয়ে যায় অপহরণকারীদের চেষ্টা।

ভারতীয় একটি গণমাধ্যম বলছে, পাঁচ অপহরণকারী একটি লাল টাটা সুমো গাড়িতে চড়ে রবীন্দ্রনগর থানার আকুয়ারিয়্যাম মোড়ে আসে। এসময় ওই স্থানে থাকা দশম শ্রেণির দুই ছাত্রীর মুখে রুমাল চেপে গাড়িতে তোলার চেষ্টা করে তারা।

পরে ওই দুই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পিছু হটে অপহরণকারীরা। স্থানীয়দের সহায়তায় অপহরণের হাত থেকে রক্ষা পায় ওই দুই ছাত্রী।

স্থানীয়রা বলছেন, ছাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান তারা। পরে অপহরণকারীদের ধাওয়া করলে ছাত্রীদের ঘটনাস্থলে রেখে গাড়ি নিয়ে সটকে পড়ে পাঁচ দুর্বৃত্ত।

এ ঘটনার সঙ্গে জড়িত ওই পাঁচ দুর্বৃত্তকে ধরতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে