বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮, ১১:৩৮:১৫

চাঞ্চল্যকর তথ্য ফাঁস! হামলার বদলা নিতেই গোপনে এই পরিকল্পনা করেছিলেন সাদ্দাম

চাঞ্চল্যকর তথ্য ফাঁস! হামলার বদলা নিতেই গোপনে এই পরিকল্পনা করেছিলেন সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক : ফের সংবাদ শিরোনামে সাদ্দাম হুসেন। চাঞ্চল্যকর তথ্য ফাঁস! হামলার বদলা নিতেই গোপন এই পরিকল্পনা করেছিলেন সাদ্দাম। জানা গিয়েছে, বিগত আশির দশকে তৎকালীন ইজরায়েলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনকে অপহরণের ছক করেছিলেন ইরাকের একদা এই স্বৈরাচারী শাসক।

১৯৮১ সালের ইরাকের পরমাণু রিয়েক্টরে হামলা চালিয়েছিল ইজরায়েল। এর পাল্টা হিসাবে সাদ্দাম তখন তৎকালীন ইজরায়েলি প্রধানমন্ত্রীকে অপহরণের ফন্দি আঁটেছিলেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে।

সাদ্দামে হুসেনের উপরে একটি বই লিখেছেন তাঁর একদা অ্যাটর্নি বাদেয়ে আরেফ। এই বইতেই ইরাকের একদা শাসকের চাঞ্চল্যকর পরিকল্পনার কথা ফাঁস করেছেন আরেফ। বইটি এখনও বাজারে না এলেও বিশেষ সূত্র উদ্ধৃত করে এক আরবি সংবাদপত্র এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেগিনকে অপহরণের বিষয়টি ইরাকের গোয়েন্দা বাহিনীর শীর্ষ এক আধিকারিকের কাছ থেকে জানতে পেরেছেন বাদেয়ে আরেফ। ওই আধিকারিক তাঁকে জানিয়েছিলেন, ইজরায়েলি প্রধানমন্ত্রীকে অপহরণের ভার প্যালেস্তাইনের কার্যকর্তাদের উপরে অর্পণ করেছিলেন সাদ্দাম।

পরিকল্পনা অনুসারে, অপহরণের পরে মেনাচেম বেগিনকে বাগদাদে নিয়ে আসার কথা ছিল। তবে কোনও এক পশ্চিমি নেতার অনুরোধে শেষ মুহূর্তে সাদ্দাম হুসেন এই অপহরণের পরিকল্পনা বাতিল করে করেছেন বলে পত্রিকাটির দাবি। যদিও ওই পশ্চিমি নেতার নাম জানা যায়নি। -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে