বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮, ০১:৪৮:০৪

লাগাতার বিমান হামলায় বেসামাল সিরিয়ার পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০৫

লাগাতার বিমান হামলায় বেসামাল সিরিয়ার পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০৫

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় লাগাতার বিমান হামলায় বেসামাল পরিস্থিতি,  মৃতের সংখ্যা বেড়ে ৮০৫।  সিরিয়ার পূর্বে গৌতায় বিমান হামলা অব্যাহত৷

লাগাতার বিমান হামলায় দিনে দিনে বেসানাল হয়ে উঠছে পরিস্থিতি৷ বেহাল পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইতিমধ্যেই জরুরি বৈঠকও ডাকা হয়েছে৷

মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামাস্কাসের উপকণ্ঠে অবস্থিত এই এলাকায় ১৮ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনীর হামলায় ৮০৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১৭৮ শিশু রয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর একটি বিমান সিরিয়ার একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ৩৯ আরোহী নিহত হয়েছে।

দামাস্কাসের কাছে পূর্ব গৌতায় সরকারি বাহিনী ব্যাপক গোলা বর্ষণ করছে। এক সপ্তাহের বেশি আগে নিরাপত্তা পরিষদ ওই এলাকায় এক মাসের অস্ত্রবিরতির দাবি জানানো সত্ত্বেও সেখানে তুমুল লড়াই চলছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষণ আরও জানায়, মঙ্গলবার বিমান হামলায় অন্তত ২৪ বেসরকারি লোক প্রাণ হারিয়েছে। -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে