বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮, ০৪:১১:১৭

সাইকেলের পাশে মাটিতে পড়া ১২০টাকা তুলতে গিয়ই নিঃস্ব হলেন রেশন ডিলার!

সাইকেলের পাশে মাটিতে পড়া ১২০টাকা তুলতে গিয়ই নিঃস্ব হলেন রেশন ডিলার!

আন্তর্জাতিক ডেস্ক : একেবারে ফিল্মি কায়দায় টাকা লুঠ।১২০ টাকার টোপ দিয়ে ২ লক্ষ ৮৫ হাজার টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বালুরঘাটের এসবিআই-এর সামনে।

শিবতলিতে রেশন ডিলারের ম্যানেজারের কাজ করেন বিকাশ ভৌমিক। গতকাল ৩ লক্ষ টাকার চেক জমা দেন ব্যাঙ্কে। তুলে নেন ২ লক্ষ ৮৫ হাজার টাকা। পুরো টাকা ব্যাগে ভরে রাস্তায় বেরোন। টাকা ভর্তি ব্যাগ রাখেন সাইকেলের ঝুড়িতে।তখনই হাজির এক যুবক। বিকাশবাবুকে বলে তাঁর পকেট থেকে ১২০ টাকা পড়ে গেছে। বিকাশবাবু ফিরে দেখেন বেশকয়েকটি ১০-২০ টাকা নোট পড়ে আছে। নীচু হয়ে তা তুলেও নেন তিনি। কিন্তু, ততক্ষণে সাইকেলের ঝুড়ি থেকে উধাও হয়ে গেছে ২ লক্ষ ৮৫ হাজার টাকা। পগার পার ওই যুবকও।

বিকাশ ভৌমিককে জেরা শুরু করেছে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্ক ও তার বাইরের সিসি ক্যামেরার ফুটেজও।  
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে