বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮, ০৬:৪০:৪০

অনুপ্রাণিত করেছিলেন যে নারী, নিজেই তার নাম প্রকাশ করলেন নরেন্দ্র মোদি

অনুপ্রাণিত করেছিলেন যে নারী, নিজেই তার নাম প্রকাশ করলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রীকে অনুপ্রাণিত করেছেন এক নারী। বিশ্ব নারী দিবসে সেই অনু্প্রেরণাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্ব নারী দিবসে টুইট করে একটি ভিডিও শেয়ার করেছেন নরেন্দ্র মোদি। ভিডিওয় দেখা যাচ্ছে, এক বৃদ্ধার সামনে মাথানত করে হাতজোড় করছেন মোদি।

টুইটারে নিজেই ওই মহিলার পরিচয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মোদি লিখেছেন, ''চলতি বছরের শুরুতেই মারা যান ১০৬ বছরের কুনওয়ার বাই। নিজের ছাগল বেচে শৌচালয় বানিয়েছিলেন তিনি। স্বচ্ছ ভারতে তার ভূমিকা কোনওদিন ভোলা যাবে না। তার মহৎ কাজে আমি অনু্প্রাণিত হয়েছি।''

তিনি আরও লিখেছেন, ''ছত্তিসগঢ়ে একটি অনুষ্ঠানে ওনার আশীর্বাদ নেওয়ার সুযোগ পেয়েছিলাম আমি। বাপুর স্বচ্ছ ভারতের আদর্শের পথে চলা সকলের জন্য হৃদয়ে থাকবেন কুনওয়ার বাই।''

ছত্তিসগড়ে একটি অনুষ্ঠানে কুনওয়ার বাইকে সম্মানিত করেছিলেন নরেন্দ্র মোদি। তার পা ছুঁয়ে প্রণাম করেছিলেন তিনি। নিজের ১০টি ছাগল বেচে ঘরে দুটি শৌচালয় বানিয়েছিলেন কুনওয়ার বাই।        

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে