বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮, ১০:১৬:০২

মিয়ানমার সরকার রাখাইনদের দাসের মতো ব্যবহার করে : ড. অ্যা মং

 মিয়ানমার সরকার রাখাইনদের দাসের মতো ব্যবহার করে : ড. অ্যা মং

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইন নেতা অ্যা মং বলেছিলেন- মিয়ানমার সরকার রাখাইনদের দাসের মতো ব্যবহার করে। রাখাইনের মানুষদের জন্য এটিই সশস্ত্র সংগ্রামের সঠিক সময়।

সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেয়া ও সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগে বিচারের মুখোমুখি রাখাইন নেতা ড. অ্যা মং। রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার তাকে আদালতে হাজির করা হয়েছে।

এর পরদিনই রাখাইনের বিদ্রোহীরা একটি সরকারি ভবনের দখল নেয়। পুলিশ গুলি চালালে এতে সাতজন নিহত হন। তবে নিজের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যা মং।

একই অনুষ্ঠানে বক্তব্য দিয়ে একই অভিযোগে মুখে রয়েছেন লেখক ওয়াই হিন অং। তাদের আদালতে তোলা হলে আদালতের বাইরে প্রায় শ’খানেক লোক বিদ্রোহ করেন।

বিদ্রোহে অংশ নেয়া ৫৩ বছরের তিন ফু বলেন, অ্যা মং এবং ওয়াই হিন অং’কে এভাবে দেখে আমাদের খারাপ লাগছে। তারা আমাদের জন্যই কাজ করছিলেন।

সূত্র : ফ্রন্টিয়ার মিয়ানমার ও নিউজ চ্যানেল এশিয়া
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে