শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮, ০৪:৩৬:৪৮

পৃথিবী ধ্বংস করে দেয়ার হুমকি পুতিনের

পৃথিবী ধ্বংস করে দেয়ার হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্র দিয়ে পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। তিনি বলেছেন, যদি রাশিয়ার দিকে পারমাণু অস্ত্র ছোড়া হয় তাহলে পৃথিবীকে ধ্বংস করে দেয়া হবে।

সেটা হবে ভয়াবহ এক বিপর্যয়। পুতিন বলেন, রাশিয়াই যদি টিকে না থাকে, তাহলে তেমন পৃথিবী আমাদের প্রয়োজন নেই। আগামী ১৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন পুতিন। নির্বাচন উপলক্ষে এক টিভি প্রামাণ্যচিত্রে তিনি উপরোক্ত মন্তব্য করেন। তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পুতিন এমন রণহুঙ্কার দিলেন তা স্পষ্ট নয়।

সম্প্রতি ব্রিটেনে অবস্থানরত রাশিয়ান গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে। সন্দেহের আঙুল তোলা হচ্ছে রাশিয়ার দিকে। কারণ স্ক্রিপাল ব্রিটেনের পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন। স্ক্রিপাল ও তার মেয়ে এখন হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন হাউস অব কমন্সে বক্তব্য রেখে বলেছেন, যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক তাদের জবাব না দিয়ে ছেড়ে দেয়া হবে না এবং সেই জবাব হবে কঠোর। বরিস জনসনের হুশিয়ারির পরই পুতিনের এ মন্তব্য এলো।

পুতিন বলেন, যদি রাশিয়ার বুকে পারমাণু অস্ত্রের আঘাত লাগে, যদি রাশিয়াকে মুছে দেয়ার চেষ্টা করা হয় সেদিন পৃথিবী টিকে থাকার কোনো অর্থই থাকবে না। তিনি বলেন, আমি যা বলছি এটা আপনাদের জন্য এবং সারা বিশ্বের জন্য।

আমাদের পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আমি মনে করি তা কখনও ব্যবহারের প্রয়োজন হবে না। তথাকথিত প্রতিশোধ বা পাল্টা হামলায় এগুলো ব্যবহারের তাত্ত্বিক পরিকল্পনা রয়েছে আমাদের।

যদি আমাদের ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থায় শুধু কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা রেকর্ড হয় তাহলেই শুধু নয়, একই সঙ্গে যদি ক্ষেপণাস্ত্রের উড়ে যাওয়া প্রকৃত পূর্বাভাস দেয়, কোনো যুদ্ধাস্ত্র রাশিয়ার মাটিতে পড়ে তাহলেই আমাদের পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে।

তিনি বলেন, একে বলা হয় প্রতিশোধ বা পাল্টা হামলা। যখনই আমরা আইনগত সাড়া পাব তখনই এ প্রতিশোধ নেয়া হবে। তিনি বলেন, হ্যাঁ, এটা হবে বিশ্বজুড়ে মানবজাতির জন্য এক ভয়াবহ বিপর্যয়। এটা হবে বিশ্বের জন্য এক ভয়াবহ বিনাশ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে