শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮, ০৭:২০:৫৭

তুর্কি সেনাদের দখলে আফরিনের জনবহুল শহর জান্দারিস

তুর্কি সেনাদের দখলে আফরিনের জনবহুল শহর জান্দারিস

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সেনাবাহিনী ও তাদের মিত্র সিরীয় বিদ্রোহীরা উত্তর সিরিয়ার আফরিন জেলার জান্দারিস শহর দখল করে নিয়েছে। বৃহস্পতিবার আনাদোলু সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) কাছ থেকে জেলার সবচেয়ে জনবহুল শহরটি মুক্ত করেছে তুর্কি সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। এর একদিন আগে তারা পুরো শহর পর্যবেক্ষণ করা যায় এমন একটি পাহাড় দখল করেছিল।

আফ্রিনের মধ্যাঞ্চল থেকে ২০ কিলোমিটার দূরে জান্দারিসের অবস্থান। ওয়াইপিজির সর্বশেষ সবচেয়ে বড় ঘাঁটি ছিল এটি।

এফএসএর আবু সালেহ নামে এক কমান্ডার বলেন, বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে পুরো শহরটি মুক্ত করা হয়েছে। পুরো আফরিন থেকে তাদের বের করে না দেয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।

বর্তমানে ভিয়েনায় সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ জায়েশ আওয়াগালু বলেন, মে মাসের মধ্যেই সিরীয় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের ইতি ঘটবে।

আলজাজিরার সাংবাদিক অ্যালান ফিশার তুর্কি-সিরীয় সীমান্ত থেকে বলেন, জান্দারিসে এখনও লড়াই চলছে। প্রচণ্ড লড়াই সত্ত্বেও তারা জান্দারিসের পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি। শহরের ভেতরে বিচ্ছিন্ন লড়াই চলছে।

তিনি বলেন, যুদ্ধ এত তাড়াতাড়ি কিংবা সহজেই শেষ হচ্ছে না। আইএসের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরে গিয়ে কুর্দিদের সতেরশ যোদ্ধা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। তারা আসন্ন যে কোনো হামলা সরাসরি মোকাবেলা করবে।

তুরস্ক ওয়াইপিজিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সহযোগী সংগঠন বলে মনে করে। পিকেকে কয়েক দশক ধরে আঙ্কারার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

আইএসের বিরুদ্ধে যুদ্ধে ওয়াইপিজি হচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে