আন্তর্জাতিক ডেস্ক: পাকিয়ে উঠল গা, মেরুদণ্ড দিয়ে বইল ঠান্ডা বাতাস.. কী ছিল বস্তায়? নদীর তীরে মাটি খোঁড়া হচ্ছিল। মাটির তলা থেকে বেরিয়ে আচ্ছিল বর্জ্য অনেক জিনিসই। কিন্তু একটা বস্তা দেখতেই খটকা লাগে দিনমজুরের। বস্তার মুখ খোলেন তিনি। আর তা দেখেই ছিটকে বসে পড়লেন মাটি কাটার কাজে নিযুক্ত শ্রমিকরা। মাথাভাঙ্গার সুটুঙ্গা নদীর তীরে উদ্ধার হল নরকঙ্কাল। আর তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কিছুদিন ধরেই সুটুঙ্গা নদীর ধারে মাটি কাটার কাজ চলছে। শুক্রবার সকালও কাজে যান শ্রমিকরা। কাজ চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। এদিন সন্ধ্যার ঠিক আগেই এক শ্রমিক মাটি কাটতে গিয়ে বস্তা দেখতে পান। কার্যত, তাঁর কোদালেই বস্তার মুখ আটকে যায়। তাতেই হয় রহস্যভেদ। প্রথমে মনে করা হচ্ছিল কোনও বর্জ্য পদার্থই রয়েছে। কিন্তু বস্তার মুখ খুলতেই নরকঙ্কালটি দেখতে পান তাঁরা।
খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানায়। পুলিস গিয়ে নরকঙ্কালটি উদ্ধার করে। এটি কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরই নরকঙ্কাল বলে জানা গিয়েছে। স্পষ্টত বোঝাই যাচ্ছে, খুন করে দেহ বস্তাবন্দি করে ফেলে রেখে যাওয়া হয়েছিল এখানে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস