ফেসবুকে লাইক বাড়াতে নারী রাষ্ট্রদূতের নীল নদ পাড়ি
আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকে নিজের স্ট্যাটাসে লাইক বাড়ানোর জন্য অনেকে অনেক কিছুই করেছেন। তবে এবারে সুদানে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত দূতাবাসের ফেসবুক পেজে লাইকের সংখ্যা বাড়ানোর জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন।
ডাচ রাষ্ট্রদূত সুসান ব্লাংকার্ট নীল নদের খার্তুম অংশে কয়েকশ’ গজ সাঁতরে পাড়ি দিয়েছেন। শনিবার সকালে ডাচ দূতাবাসের লোগো সম্বলিত ঐতিহ্যবাহী কমলা রঙ্গের সাঁতার স্যুট পরিধান করে আরো ৬ জন ডাচ ও ৭ জন সুদানি নারীকে নিয়ে তিনি নীল নদের বিপুল জলরাশিতে প্রায় ১ ঘণ্টা সাঁতার কাটেন। এসময় বেশকিছু দর্শক হাততালি দিয়ে তাদের উৎসাহিত করে।
নীল নদে সাঁতরাতে পেরে উচ্ছ্বসিত ডাচ রাষ্ট্রদূত বলেন, ‘এটা খুবই আনন্দদায়ক ছিল। আমার মনে হয় সবারই নীল নদে সাঁতার কাটা উচিত।’
তিনি কিছুদিন আগে দূতাবাসের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছিলেন- যদি তাদের পেজের লাইক সংখ্যা ১০,০০০ ছাড়ায় তাহলে তিনি নীল নদে সাঁতরাবেন।
সম্প্রতি দূতাবাসের পেজের লাইক ১০,০০০ ছাড়িয়ে যায় এবং তিনি নীল নদে সাঁতার কাটেন।
৬৩ বছর বয়সী রাষ্ট্রদূত সুসান শুধুমাত্র লাইক বাড়ানোর জন্যই নয়, সুদানে নারী ক্ষমতায়নের ব্যাপারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেও এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেন।
সূত্র: রয়টার্স
২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২০১৫/এসএম/ডিআরএ