সোমবার, ১২ মার্চ, ২০১৮, ০১:১৩:১৩

মুসলিমবিদ্বেষী চিঠিতে ব্রিটেনজুড়ে তোলপাড় শুরু হয়েছে

মুসলিমবিদ্বেষী চিঠিতে ব্রিটেনজুড়ে তোলপাড় শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমবিদ্বেষী একটি চিঠিতে তোলপাড় শুরু হয়েছে ব্রিটেনজুড়ে। ওই চিঠিতে মুসলিমদের ওপর হামলা চালাতে ব্রিটিশ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই ধরনের চিঠি ছড়িয়ে দেওয়া হয়েছে অনলাইনেও। চিঠিতে মুসলিমদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে, মসজিদে অগ্নিসংযোগ করতে বা বোমা মেরে ধ্বংস করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আর এ হামলা আগামী ৩ এপ্রিল চালাতে বলা হয়েছে।

এ ঘটনায় বসবাসরত মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক মুসলমান আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছে। তবে পুলিশ চিঠিটিকে ‘বিদ্বেষের প্রতিনিধি’ আখ্যা দিয়েছে। পাশাপাশি দেশটির সন্ত্রাসবিরোধী ইউনিট এর তদন্ত শুরু করেছে। বিবিসি
 এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে