রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৪:৫৩:০৩

তুর্কি বিমান কানাডায় জরুরি অবতরণ

তুর্কি বিমান কানাডায় জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : বিমান তখন মাঝ আকাশে উড়ছে। এমন সময় হঠাৎই জঙ্গি হামলার হুমকি। ২৫৬ জন যাত্রী নিয়ে বিমানটিকে উড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়। তড়িঘড়ি পথ বদলে অবতরণ করা হল তুর্কি এয়ারলাইন্সের বিমানটিকে। কানাডার হ্যালি্ফ্যাক্স স্ট্যানফিল্ড ইন্টারন্যাশনাল বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার এক ট্যুইটার বার্তায় জানিয়েছে, তুর্কি এয়ারলাইন্সের ২ নং ফ্লাইটটি ২৫৬ জন আরোহী নিয়ে নিরাপদে অবতরণ করেছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি থেকে ইস্তানবুল যাচ্ছিল বিমানটি। নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আকাশের ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে বিস্ফোরক থাকার খবর আসে। বোমাতঙ্কের জেরে সেটিকে কানাডার বিমানবন্দরে নামানো হয়। বিমানটিকে ঘিরে ফেলে রয়াল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ। স্নিফার ডগ দিয়েও তল্লাশি চালানো হয়। বিমানযাত্রী প্রত্যেকেই সুস্থ আছেন বলে জানানো হয়েছে। তল্লাশি চালিয়ে বিমানে বিস্ফোরক কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। মূলত প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর আন্তর্জাতিক রুটের বিমানগুলোতে বোমা হামলার হুমকির বেড়েছে। ওই একই কারণে বুলগেরিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী বুরগাস শহরে বৃহস্পতিবার সকালে জরুরি অবতরণ করেছিল মিশরগামী একটি যাত্রীবাহী বিমান। ২২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে