রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৬:৩৫:০৯

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং-স্যাম মারা গেছেন। স্থানীয় সময় রবিবার সকালে দেশটির রাজধানী সিউলের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মারা যান। কিম ইয়ং-স্যাম দীর্ঘদিন ধরে জটিল রক্ত সংক্রমণ ও হৃদযন্ত্রের ক্রিয়া ভুগছিলেন। এরমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার এই হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর রোববার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে কয়েক দশক ধরে তিনি দক্ষিণ কোরিয়ার সামরিক শাসকদের বিরুদ্ধে পরিচালিত গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন এবং গণাতান্ত্রিক সংস্কারের জন্য চাপ সৃষ্টি করেন। বারবার সেনাঅভ্যুত্থানে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ায় ইয়ং-স্যামের মাধ্যমেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারায় ফিরেছিল। গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার জন্য ১৯৮০-র দশকে দুইবার তাকে গৃহবন্দি করেছিল সামরিক জান্তা। ২২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে