সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০১:০৭:৩৩

রাশিয়ার হামলাকে নিজের নামে চালিয়ে দিল আমেরিকা

রাশিয়ার হামলাকে নিজের নামে চালিয়ে দিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ওপর রাশিয়ার বিমান হামলাকে মার্কিন হামলা বলে খবর প্রচার করেছে আমেরিকার গণমাধ্যম। এ খবর প্রচার করে রাশিয়ার তুলনায় আমেরিকার সামরিক প্রযুক্তি অনেক বেশি উন্নত বলে দেখানোর চেষ্টা করা হয়েছে। গত ১৯ নভেম্বর মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস বা পিবিএস আইএসআইএলের ওপর এক হামলার খবর ও ভিডিও ফুটেজ প্রচার করে দেখিয়েছে কীভাবে মার্কিন হামলায় আইএসের বহু তেলের ট্রাক ধ্বংস হয়েছে। এ খবর প্রচারের মাধ্যমে আমেরিকা বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছে যে, তারা আইএসের আয়ের উৎস বন্ধের ব্যবস্থা করেছে। কয়েকদিন আগে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন বলেছে, তারা আইএসের বিরুদ্ধে হামলা জোরদার করেছে এবং সিরিয়ায় সন্ত্রাসীদের তেলের অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে। এ নিয়ে ১৬ নভেম্বর আমেরিকা দাবি করে যে, সিরিয়া থেকে ইরাকে তেল পাচারের সময় তাদের হামলায় আইএসের ১১৬টি তেল ট্যাংকার ধ্বংস হয়েছে, তবে এ বিষয়ে কোনো ভিডিও দেখাতে সক্ষম হয় নি। এর দু দিন পর রুশ বাহিনী জানায় তাদের বিমান হামলায় আইএসের ৫০০ তেলের ট্রাক ধ্বংস হয়েছে এবং ফুটেজও সম্প্রচার করে। ১৯ নভেম্বর পিবিএস নিউজ আওয়ারে রাশিয়ার ফুটেজ ব্যবহার করে খবরে বলা হয়- এই প্রথম আমেরিকা জঙ্গিদের তেলের ট্রাকের ওপর হামলা করল। সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গিদের হাতে প্রায় ১,০০০ ট্যাংকার রয়েছে যা দিয়ে সিরিয়া থেকে তেল চুরি করে ইরাকে বিক্রি করা হয় এবং এ তেলের প্রধান ক্রেতা ইসরাইল ও তুরস্ক। ২৩, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে