এবার প্লাস্টিক গরু বিতর্কে উত্তাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক : প্লাস্টিক দিয়ে তৈরি একটি গরুর মূর্তি হিলিয়াম বেলুন থেকে বাতাসে ঝুলছে - সম্প্রতি ভারতে রাজস্থানের এক প্রদর্শনীতে এটা তুলে ধরার পর পুলিশ সেখানে অভিযান চালিয়েছে।
স্থানীয় হিন্দুদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই প্রদর্শনীতে হানা দেয় এবং তা বন্দ করে দেয়।
সংবাদদাতারা বলছেন, প্লাস্টিকের হয়েও গরুটিকে সত্যিকারের মনে হচ্ছিল। তাই বড়ো আকারের একটি গরু বাতাসে ঝুলছে এরকম এক প্রদর্শনী হিন্দুদের জন্যে আক্রমণাত্মক – এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশের কর্মকর্তারা জয়পুরহাট আর্ট মিউজিয়ামে অভিযান চালায়।
সেখান থেকে পুলিশ দু’জন শিল্পীকে আটকও করে।
উগ্র হিন্দুত্ববাদীরা পরে ঝুলন্ত প্লাস্টিক গরুটিকে নিচে নামিয়ে আনে।
পুলিশ ওই গরুটিকে জব্দ করেছে।
তবে তার আগে ওই গরুটির গলায় ফুলের মালা পরিয়ে তার পূজা করা হয়েছে।
রাজস্থানের শিল্পীরা এই অভিযানের নিন্দা করেছে।
সংবাদদাতারা বলছেন, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে যে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে রাজস্থানের শিল্পকর্ম প্রদর্শনীতে পুলিশের এই অভিযান তারই ইঙ্গিত দিচ্ছে।
গরুর মাংস খাওয়ার অভিযোগে সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে একজন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এই শিল্পকর্মটি যিনি তৈরি করেছেন সেই শিল্পী সিদ্দার্থা কারারওয়াল বলেছেন, প্লাস্টিক ব্যাগের জঞ্জালের কারণে ভারতে গরুদের কি ধরনের কষ্ট হচ্ছে সেটা তুলে ধরতেই তিনি এটা তৈরি করেছিলেন।
ঘাস খেতে গিয়ে ভারতে প্রায়শই গরুর গলায় প্লাস্টিকের ব্যাগ আটকে যাওয়ার খবর পাওয়া যায়।
কিন্তু যারা অভিযোগ করেছেন, তাদের বক্তব্য ছিলো -মূর্তিটিকে দেখে মনে হচ্ছিলো যে গরুটিকে যেনো ফাঁসি দেওয়া হয়েছে।-বিবিসি
২২, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ