সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০২:৪৪:২৮

এয়ার ইন্ডিয়া বিমান ছিনতাইয়ের হুমকি

এয়ার ইন্ডিয়া বিমান ছিনতাইয়ের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : এবার জঙ্গিদের নিশানায় ভারতের বিমান ‘এয়ার ইন্ডিয়া’। আগামি ২৮ নভেম্বর ভারত সরকারের নিজেস্ব উড়ান সংস্থার ‘এয়ার ইন্ডিয়া’বিমানটিকে ছিনতাইয়ের হুমকি দেওয়া হল। এর জেরে জোরদার করা হল বিমান বন্দরের নিরাপত্তা। গত শুক্রবার ‘এয়ার ইন্ডিয়া’-র কল সেন্টারে ফোন করে নিজেদের আইএসইয়ের সদস্য পরিচয় দিয়ে জানিয়েছে, ২৮ নভেম্বর বিমানটি ছিনতাই করা হবে। প্যারিসের হামলা রেশ কাটতে না কাটতে এমন হুমকি পাওয়ার পর স্বাভাবিক ভাবেই প্রাশসনিক স্তরে তৎপরতা জোরদার করা হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। ‘এয়ার ইন্ডিয়া’-র তরফে খবরের সত্যতা স্বীকার করে সংস্থান মুখ্য পাত্র জানান, ‘যে ফোন করেছিল সে নিজেকে আইএআইয়ের সদস্য বলে পরিচয় দিয়েছে। সে জানিয়েছে ২৮ নভেম্বর বিমানটি ছিনতাই করা হবে’ তিনি আরো বলেন, ‘সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থাথা নেওয়া হজয়েছে। এই ধরনের হুমকি পাওয়ার পর যে সমস্ত বন্দোবস্ত করা হয়ে থাকে, এই ক্ষেত্রে তাই অনুসরন করা হয়েছে। এছাড়া হুমকির পর‘এয়ার ইন্ডিয়া’-র তরফ থেকে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, শ্রীনগর থেকেই ফোনটি এসেছিল’। ২২, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে