বিদেশিনীদের শাড়ি পরা বাধ্যতামূলক: মন্দির কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক : মন্দিরে প্রবেশ করতে হলে শাড়ি পরা বাধ্যতামূলক। বিদেশিনী ভক্ত ও পর্যটকদের জন্য কড়া নিয়ম চালু করল কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, উত্সাহীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হবে।
সংক্ষিপ্ত পোশাক পরে মন্দিরে ঢোকা রুখতে বিদেশিনীদের জন্য এ নিয়ম করা হয়েছে। বিভাগীয় কমিশনার নিতীন রমেশ গোকর্ণের সঙ্গে আলোচনার পর শনিবার এমনই ঘোষনা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে ভিনদেশি ভক্ত ও পর্যটকদের জন্য মন্দির তহবিল থেকে শাড়ির বন্দোবস্তও করা হয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার কাশী বিশ্বনাথ মন্দিরের ডেপুটি চিফ একজিকিউটিভ পি এন জানিয়েছেন, 'শনিবার কমিশনারের দর্শনের সময় মন্দির চত্বরে কয়েকজন বিদেশিনীকে ছোট পোশাক পরে ঘুরে বেড়াতে দেখা যায়। এর পরই মন্দিরের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করার বিষয়ে পদক্ষেপ করার কথা চিন্তা করা হয়।'
দ্বিবেদী জানিয়েছেন, 'বৈঠকে কমিশনার কর্তারা জানিয়েছেন, মন্দিরের গুদামে প্রচুর শাড়ি মজুত রয়েছে। বিদেশিনীদের তা সাময়িক ব্যবহার করতে দেওয়া যেতে পারে। সংক্ষিপ্ত পোশাক শাড়িতে ঢেকেই মন্দিরে পুজো ও প্রার্থনা করতে পারবেন তারা। প্রস্তাবটি সমর্থন করেছেন শীর্ষ কর্মকর্তারা।'
তার বক্তব্য, মন্দিরে খাটো পোশাক পরে ঢুকলেই মহিলা পর্যটকদের টিকিট বুকিং কাউন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের বিনামূল্যে শাড়ি দেওয়া হবে। পোশাকের উপর শাড়ি জড়িয়ে তারা মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন। ব্যবহারের পর কি কাউন্টারে শাড়ি ফেরত দিতে হবে? দ্বিবেদীর জবাব, 'শাড়ি ফেরত দেবেন না নিয়ে যাবেন তা সংশ্লিষ্ট ভক্তদের ইচ্ছার উপরই নির্ভর করবে।'
তবে শাড়ি নিয়ে কোনও বিতর্কে জড়াতে রাজি নন মন্দির কর্মকর্তারা। তাদের মতে, 'মন্দিরের গর্ভগৃহে কোনও বিদেশিনীকে পুজো দিতে বাধা দেওয়া হবে না। তাদের উপর কোনও পোশাক ফতোয়া জারি করাও আমাদের উদ্দেশ্য নয়। আসলে সংক্ষিপ্ত পোশাক পরা বিদেশিনী ভক্ত ও পর্যটকদের ভারতীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করাই লক্ষ্য, যাতে মন্দিরের মর্যাদা যথাযথ ভাবে অক্ষুণ্ণ থাকে।'
২২, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ