মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ০২:১৩:৩০

এক কোটি দান করে নজির গড়লেন শিক্ষক দম্পতি!

এক কোটি দান করে নজির গড়লেন শিক্ষক দম্পতি!

আন্তর্জাতিক ডেস্ক: দিনহাটায় কলেজস্থাপনের জন্য নিজের আয় থেকে এক কোটি টাকা দান করার সিদ্ধান্ত নিয়ে নজির গড়লেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রামচন্দ্র সাহা। দিনহাটা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রামচন্দ্রবাবু নিঃসন্তান। তাঁর জীবনের সমস্থ পুঁজি ও পৈতৃক সম্পত্তি থেকে এই টাকা দেবেন তিনি।

দিনহাটা কলেজের উপর ছাত্র ছাত্রীর অত্যাধিক চাপ থাকায় সম্প্রতি রাজ্য সরকার দিনহাটায় আরও একটি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরেই রামচন্দ্রবাবু এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দীর্ঘদিন শিক্ষকতার কাজ করেছেন তিনি৷ তাঁর নিজের ইচ্ছে ছিল, একটি কলেজ বা স্কুল তৈরি করার। রাজ্য সরকারের ঘোষণার পর তিনি সিদ্ধান্ত বদলে কলেজ তৈরির জন্য কোটি টাকা দানের সিদ্ধান্ত নেন৷

তাঁর এই ঘোষণায় আপ্লুত দিনহাটাবাসী৷ দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘‘শিক্ষক রামচন্দ্র সাহার এই ঘোষণায় খুশী সকলেই৷ তিনি যে ভাবে কলেজ তৈরিতে এগিয়ে এসেছেন তা এক কথায় অভূতপূর্ব।’’ নিঃস্বন্তান রামচন্দ্র সাহার স্ত্রী বানী সাহাও স্বামীর এই উদ্যোগে এগিয়ে এসেছেন৷ তিনিও একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন৷ ফলে দু’জনের সঞ্চিত টাকা থেকেই কলেজ তৈরিতে কোটি টাকা দেওয়া হবে৷

রামচন্দ্রবাবু বলেন, ‘‘উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটায় শিক্ষার উন্নয়নে দ্বিতীয় একটি কলেজের অনুমোদন দিয়েছেন। দীর্ঘ ৬২ বছরেও দিনহাটায় দ্বিতীয় কোনও কলেজ হয়নি। এরকম একটা সুবর্ণ সুযোগ যখন এসেছে তখন সবারই উচিত আগামী প্রজন্মের কথা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া৷’’

নিঃসন্তান এই শিক্ষক দম্পতি দিনহাটার রথবাড়ি ঘাট এলাকায় শিশুদের প্রাথমিক সিক্ষায় শিক্ষিত করে তুলতে একটি স্কুল খোলেন। প্রবীন শিক্ষক রামচন্দ্রবাবু বলেন,‘‘দিনহাটায় মাত্র একটি কলেজ রয়েছে। সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ১০ হাজারের বেশি থাকায় পড়াশুনার পরিবেশ সেভাবে নেই। তাই এখানে দ্বিতীয় কলেজ খুবই প্রয়োজন। মুখ্যমন্ত্রী সেই উদ্যোগ নিয়েছেন৷’’-কলকাতা২৪
এমটিনিজউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে