মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ০৪:৩৪:৫৭

রক্তক্ষয়ী লড়াইয়ে প্রস্তুত চীন, যে কোন মুহুর্তে..

রক্তক্ষয়ী লড়াইয়ে প্রস্তুত চীন, যে কোন মুহুর্তে..

আন্তর্জাতিক ডেস্ক : দেশকে পরাক্রমশালী অবস্থানে নিয়ে যেতে শত্রুদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দেশকে যারা বিভাজনের চেষ্টা চালাচ্ছে তাদের পরিনাম ভালো হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

চীনকে রাষ্ট্র হিসেবে পরাক্রমশালী অবস্থানে দেখতে চাওয়া এখন চীনা নাগরিকদের সবচেয়ে বড় স্বপ্নে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন। বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত এ কংগ্রেসে তিন হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তাদের সামনে দেয়া ভাষণে তাইওয়ান, হংকং, বৈশ্বিক অবস্থা, চীনের রাজনৈতিক অবস্থা, সামাজিক নীতি ও প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন কর্মপরিকল্পণা তুলে ধরেন শি।

চীনের পিপলস পার্টির বার্ষিক সম্মেলনে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত দুই মেয়াদের অবসান ঘটানোর মধ্য দিয়ে আজীবন ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়েছে শির। এর আগে চীনের প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারতেন না।

এই সংশোধনীর ফলে শি একইসঙ্গে পার্টি ও সামরিক বাহিনীর আজীবন প্রধান থাকবেন। মঙ্গলবার ছিল ন্যাশনাল পিপল’স কংগ্রেসের বার্ষিক অধিবেশনের সমাপনী দিন। এ কংগ্রেসে শি চীন নিয়ে তার বিভিন্ন কর্মপরিকল্পনা ও বিশ্বে চীনের পরাক্রমশালী অবস্থান পোক্ত করতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘প্রাচীনকাল থেকেই চীনারা জানে যে কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না। এর জন্য লড়াই করতে হয়। শত্রুদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত চীন। চীনকে বিভক্ত করার সব ধরণের কর্মকাণ্ড ও কৌশল ব্যর্থ করা হবে।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে