সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৪:৩১:৩৮

ভেঙে পড়লো হেলিকপ্টার, মারা গেল ৭ জন

ভেঙে পড়লো হেলিকপ্টার, মারা গেল ৭ জন

আন্তর্জাতিক ডেস্ক : জম্মুর কাশ্মীরের কাটরায় হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল সাতজনের। কাটরা থেকে হেলিকপ্টারটি বৈষ্ণোদেবী উদ্ধেশ্যে রওয়ানা হয়েছিল। ওড়ার কিছু সময় পরেই বেসক্যাম্পের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই ঘটনায় নিহত হয়েছেন ছয়জন তীর্থযাত্রী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হেলিকপ্টারের পাইলটেরও। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় এক পুলিসকর্মকর্তা জানান, তীর্থযাত্রীরা মারা গিয়েছেন, বাঁচেননি হেলিকপ্টারের পাইলটও। প্রাথমিকভাবে পুলিস আশা করেছিল দু একজন যাত্রী বেঁচে থাকলেও থাকতে পারেন। কিন্তু পরে উদ্ধারকার্য শেষ হওয়ার পর দেখা যায় হেলিকপ্টারে থাকা কেউই আর বেঁচে নেই। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ঋষি জেলায়। খবর জিনিউজ। ২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে