অল্পের জন্য প্রাণে বাঁচলেন তুর্কী নেতা
আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তুরস্কের বিরোধীদল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি’র নেতা সালাহউদ্দিন দেমিরতাস। সন্ত্রাসীরা গতকাল (রোববার) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির শহরে তাকে হত্যার চেষ্টা চালায়। রয়টার্সের বরাত দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
এইচডিপি’র একজন মুখপাত্র জানিয়েছে, দিয়ারবাকির শহরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার ওপর অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গুলি চালায়। তবে গাড়িটি বুলেটপ্রুফ হওয়ায় সালাহউদ্দিন দেমিরতাস ও তার নিরাপত্তা সদস্যদের কোনো ক্ষতি হয় নি। ব্যর্থ হামলার বিষয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি।
তুরস্কের জাতীয়তাবাদী নেতারা অভিযোগ করে থাকেন, এইচডিপি’র সঙ্গে কুর্দি বিদ্রোহীদের যোগাযোগ রয়েছে। সম্প্রতি, তুর্কি সরকার আইএসআইএল বিরোধী অভিযানের নামে কুর্দি-বিরোধী অভিযান শুরু করেছে এবং কুর্দি গেরিলারাও মাঝেমধ্যে হামলা চালাচ্ছে।
২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�