হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল জাপান
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় বন্দুকবাজের হামলার পর বিস্ফোরণে কেঁপে উঠল জাপান। সোমবার টোকিওর বিতর্কিত মাজার ইয়াসুকুনির পাবলিক টয়লেটের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সূত্রের মারফত জানা গেছে আশপাশের বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ কিছু ব্যাটারি ও ইলেকট্রিক তার উদ্ধার করেছে বলে জানা গেছে। এই ঘটনার পেছনে কারা জড়িত আছে এখনও পর্যন্ত জানা না গেলেও এরকম ঘটনা আবার ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
জাপানের ইয়াসুকুনি মাজারে প্রতিবছরের মত এবারও বার্ষিক ফল উৎসবের প্রস্তুতি চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের যেসব সৈনিকরা মারা গিয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনার জন্যে মূলত এই আয়োজন করা হয়। যার কারণে এদিন মানুষের ঢল ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি। এই ঘটনার পর গোটা অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে পুলিশসূত্রে খবর। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার জড়িতদের খুজে বাহির করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�