সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৬:৩৯:২৯

সাইকেলে চড়ে অফিসে যাব : কেজরিওয়াল

সাইকেলে চড়ে অফিসে যাব : কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : দূষণ রুখতে আপনারা এটা করুন, ওটা করুন। শুধু এই জ্ঞানের কথাগুলো না বলে, তিনি নিজেই শুরু করলেন। নিজেকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে, আম আদমির দলে মিশেই সাইকেলে চড়ে অফিস যাওয়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। তিনি যে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী তার পরিচয় দিয়েছেন অনেক আগেই। মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকেও লোকপালের আওতায় রেখে, ক্ষমতায় আসার আগে দেওয়া কথা রেখেছেন ডাউন টু আর্থ এই মাফলার ম্যান। এবার তিনি আরও একটি কথা দিলেন দিল্লিবাসীকে। আগামী ২২ জানুয়ারি তিনি নিজের দপ্তরে যাবেন সাইকেলে চেপে। কোনও কনভয় নয়, সেদিন তিনি পাক্কা আম আদমি। দূষণ রুখতে কার ফ্রি দিবসে জনগণকে সচেতন করাই তার লক্ষ্য। তাই নিজেকে মসিহা হিসেবে তুলে ধরতে চান অরবিন্দ কেজরিওয়াল। দূষণ রুখতে দিল্লিতে পালিত হল দ্বিতীয় কার-ফ্রি দিবস। এদিন কয়েকটি সাইকেল র্র্যালিতে অংশ নেন দিল্লির মুখ্যমন্ত্রী। তখনই তিনি জানান, ২২ ডিসেম্বর ফের দিল্লিতে পালিত হবে কার ফ্রি দিবস। ২২ জানুয়ারিতেও দিল্লিবাসীকে গাড়ি পরিহার করে পাবলিক ট্রান্সপোর্টে চেপে অফিস যাওয়ার কথা বলেছেন কেজরিওয়াল। তিনি জানান, ‘নিজেও দপ্তরে যাবেন সাইকেলে চেপেই’। ২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে