সোমবার, ২৬ মার্চ, ২০১৮, ০৬:৩২:৩৪

হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে ‘অপদস্ত’ হয়েছিলেন সৌদি যুবরাজ!

হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে ‘অপদস্ত’ হয়েছিলেন সৌদি যুবরাজ!

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা 'অপদস্ত' হয়েছিলেন। মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমনটাই ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

হোয়াইট হাউসে পদার্পণের পর উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন সালমান। ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবের সমালোচনা থাকলেও অস্ত্রক্রয় এবং মার্কিনিদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য সালমানের প্রশংসা করেন ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ও সালমান সৌদি ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্কের প্রশংসা করেন।

ওভাল অফিসে পাশাপাশি বসা সালমানকে অস্ত্রবিক্রির চার্ট দেখান ট্রাম্প। তিনি চাইছিলেন দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার গভীরতা দেখাতে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উৎপাদিত অত্যাধুনিক যেসব অস্ত্র সৌদি আরব ক্রয় করছে তা তুলে ধরতে। ট্রাম্পের এই তুলে ধরাতে ছিল উচ্ছ্বাস। কিন্তু এতে নিজেকে অপদস্ত বলে মনে করেছেন সালমান।

বৈঠকের একটি সূত্র সিএনএন-কে জানায়, সালমান এমনটা প্রত্যাশা করেননি। বিশ্বের সামনে বড় অংকের অস্ত্রচুক্তির কথা প্রকাশিত হোক। যুক্তরাষ্ট্র সফরে সালমান গেছেন নিজের ভাবমূর্তি বদলাতে। সেই বৈঠকে এসব কথা সামনে আসুক তা তিনি চাননি।

বৈঠকের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প একটি কার্ড হাতে নিয়ে সালমানকে বলছেন কোনটা কিনতে সৌদি আরব কত অর্থ দিচ্ছে।

ট্রাম্প বলেন, সৌদি আরব খুব ধনী দেশ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে তারা সেই সম্পদের কিছু অংশ আমাদের দিচ্ছে।

এসময় সৌদি যুবরাজকে খুব অপ্রস্তুত অবস্থায় দেখা গেছে। কিন্তু ট্রাম্প বলেই চলেন, ৮৮০ মিলিয়ন... ৬৪৫ মিলিয়ন, ৬ মিলিয়ন...।

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবের সঙ্গে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: হারেৎজ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে