সোমবার, ২৬ মার্চ, ২০১৮, ০৭:৫৩:৪৯

আমার বাংলাদেশের ভাই ও বোনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই: মমতা

আমার বাংলাদেশের ভাই ও বোনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। হাজার বছরের শোষণ-বঞ্চনার অভিশাপমুক্ত হওয়ার যাত্রা শুরু হয়েছিল। বাঙালি জাতির সংগ্রামময় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে এ দিনটি। আর তাই আজ স্বগৌরবে সারাদেশে এই দিনটি পালিত হচ্ছে।

বাংলাদেশ আজ ৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো সাধারণ মানুষের কণ্ঠে ছিল- সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়। তারা বলছেন, বাংলাদেশ এগিয়েছে অনেক।

মমতা২তবে স্বপ্ন পূরণে পেরোতে হবে আরও অনেকটা পথ। বাধা-বিপত্তি যতই থাকুক, আগামী দিনগুলো আরও সুন্দর হোক, সেই স্বপ্ন সাধারণ মানুষের। মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশীদের প্রতি শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে লিখেছেন, ‘আমার বাংলাদেশের ভাই ও বোনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে