সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ১১:৩৯:১৭

আরবি বলায় বিমানে বাধা

আরবি বলায় বিমানে বাধা

আন্তর্জাতিক ডেস্ক : আরবি বলায় দুই ফিলিস্তানি নাগরিককে বিমানে উঠতে বাধা দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বিমানবন্দরে নিরাপত্তাকর্মীরা। তারা শিকাগো থেকে ফিলাডেলফিয়া যাওয়ার পথে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সে আরবি ভাষায় কথা বলার কারণেই এ দুই নাগরিককে বাধা দেয়া হয়। মিডওয়ে বিমানবন্দরে খলিল ও আনাস আয়াজ নামক দুই ফিলিস্তানি বন্ধুকে গেট এজেন্ট বলেন, তাদের ফ্লাইটে উঠতে দেওয়া হবে না। তার কারণ হিসেবে নিরাপত্তাকর্মীরা উল্লেখ করেন, তাদের দুই বন্ধুকে আরবিতে কথাবার্তা বলতে শোনা গেছে। যার কারণে একজন সফরকারী তাদের সঙ্গে সফরে ভীতসন্ত্রস্ত। বিষয়টি নিয়ে অভিযোগ করা হলে, অবশেষে পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা জিজ্ঞাসাবাদের পর তাদের সফরে অনুমতি দেন। খলিল জানান, বিমানে উঠার পর কয়েকজন যাত্রী তাদের সঙ্গে থাকা সাদা বক্সটি খুলার জন্য বলেন। খলিল বক্সের মিষ্টি দ্রব্যটি সকলের সঙ্গে শেয়ার করেন। উল্লেখ্য, গত সপ্তাহে ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর মুসলমানরা প্রতিনিয়ত এ ধরণের আচরণের সম্মুখীন হচ্ছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে বিমান যাত্রীদের মধ্যে চলছে নানা ধরণের বিভ্রান্তি। সূত্র : বাংলা প্রেস। ২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে