১০০ বছরে পা রাখলো ৩০ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক : একজন মানুষের গড় আয়ু কত? বর্তমানে প্রায় ষাট থেকে সত্তর বছর হবে। সারা বিশ্ব সমর্থন করলেও জাপানিরা কিন্তু মোটেও মানতে রাজি নয় এ বিষয়টি। কারণ শুধু এই বছরেই জাপানে ১০০ বছর পূর্ণ করতে যাচ্ছেন ৩০ হাজার জাপানি। শতায়ু হওয়ার তালিকায় জাপান এখন বিশ্বে এক নম্বরে রয়েছে। জাপানে বর্তমানে শতায়ু মানুষের সংখ্যা প্রায় ৬১ হাজার!
শতায়ু মানুষ জাপানে এতই বেশি যে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিনটিকে সিনিয়রস ডে হিসেবে পালিত হয়। এই দিন জাপানে জাতীয় ছুটির দিন। তবে সবচেয়ে বড় ব্যাপার জাপানে ক্রমশই বাড়ছে মানুষের আয়ু, বাড়ছে শতায়ুর সংখ্যা। ১৯৬৩-তে জাপানে শতায়ুর সংখ্যা ছিল ১৫৩ জন। ১৯৯৮-তে এই সংখ্যা ছিল ১০ হাজার। আর এখন শতায়ুর সংখ্যা ৬১ হাজার ৫৬৮ জন।
২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�