মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০১:০৭:০৩

নৌবাহিনীতে সাড়ে চার একরের যুদ্ধজাহাজ!

নৌবাহিনীতে সাড়ে চার একরের যুদ্ধজাহাজ!

আন্তর্জাতিক ডেস্ক : দু’টি সর্বাধুনিক যুদ্ধজাহাজ আসছে ভারতীয় নৌবাহিনীতে। ভারতীয় নৌবাহিনীর ওই নতুন যুদ্ধজাহাজগুলির নাম- ‘আইএনএস-কাদমাত’ ও ‘আইএনএস-কিলটন’। এ খবর জানিয়েছেন নৌবাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা। ভারতীয় নৌবাহিনীর হাতে এখনও পর্যন্ত যতগুলি যুদ্ধজাহাজ রয়েছে, ‘আইএনএস-কাদমাত’ তাদের মধ্যে বৃহত্তম। কতটা বড় জানেন? সাড়ে চার একর! জাহাজই বটে! সাড়ে চার একরের এই যুদ্ধজাহাজটি পুরোপুরি ভাবে নৌবাহিনীর হাতে এসে যাবে ২০১৮ সালের শেষে বা ২০১৯ সালের শুরুর দিকে। এই যুদ্ধজাহাজটি থেকে এক সঙ্গে একশোটি যুদ্ধবিমান উড়ে যেতে পারবে। একই সঙ্গে বহু দিক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ারও বিরল ক্ষমতা রযেছে এই সর্বাধুনিক যুদ্ধজাহাজের। এছাড়া একই সঙ্গে বানানো হচ্ছে সাতটি ফ্রিগেট। ৫০ হাজার কোটি টাকা ব্যায় করা হচ্ছে ওই ফ্রিগেটগুলি বানাতে। ‘আইএনএস-কাদমাত’-এর সেন্সর ও রাডারগুলি এতটাই সর্বাধুনিক যে, এগুলি শত্রু পক্ষের রাডারের নজর এড়িয়ে যেতে পারে খুব সহজেই। আর সাবমেরিন ধ্বংস করার জন্য ভারতীয় নৌবাহিনীর হাতে বছর দু’-তিনেকের মধ্যেই আসছে দ্বিতীয় যুদ্ধজাহাজ ‘আইএনএস-কিলটন’। চারটি ডিজেল মোটরে চলবে ৩৫৮ ফুট লম্বা ওই যুদ্ধজাহাজ। এর গতিবেগ হবে ২৫ নট বা ঘণ্টায় ৪৬ কিলোমিটার। ঘণ্টায় ৩৩ কিলোমিটার গতিবেগে এই যুদ্ধজাহাজ থেকে ৫,৫৫০ কিলোমিটার দূরে ছোঁড়া যাবে ক্ষেপণাস্ত্র। ২৪, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে