মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৩:০৮:৪৪

বোমাকে অকার্যকর করবে গোবর!

বোমাকে অকার্যকর করবে গোবর!

আন্তর্জাতিক ডেস্ক : রোগ মুক্তির জন্য এতদিন ঢক ঢক করে গোমূত্র পান করে এসেছেন দেশটির অনেকে। বোতলজাত গোমূত্র মিলছে বাজারেও। এই গোমুত্র বিক্রি করে অনেকে আবার পয়সার মুখও দেখেছে। এছাড়া স্থানীয় কিছু প্রসাধন সামগ্রীর প্যাকেজিংয়ে গর্বের সঙ্গে লেখা হচ্ছে, আমাদের ক্রিমে আছে কাউ ইউরিন! এমনকি কেউ কেউ ঘোষণা দিয়ে বসলেন গোমূত্রে সারবে ক্যান্সারও। এই রকম ঘটনা হর হামেশাই ঘটছে ভারতে। কিন্তু এবার সবাইকে ছাপিয়ে গেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদি দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। আধ্যাত্মবাদ ছেড়ে তারা সোজা চলে গেছেন নিউক্লিয়ার সায়েন্সে। তাদের নতুন দাবি- পরমাণু বোমার তেজষ্ক্রীয়া না কি নষ্ট করে দিতে পারে গোবর! এ বিষয়ক একটি বুকলেটও ছাপিয়েছে আরএসএস। প্যাঁচ বাঁধিয়েছে ওটার নামেও। বুকলেটটির নাম- ‘গরু ও ইসলাম’। এতে আরএসএস-এর দাবি, কোনও জায়গা গোবর দিয়ে ঢেকে রাখা হলে সেখানে পরমাণু বোমার তেজস্ক্রিয়তার কোনও প্রভাব পড়বে না। স্বভাবতই ওই বুকলেটে গরুর মাংসবিরোধী প্রচারণাও চালানো হয়। এরপর ফিজিক্স থেকে এক লাফে তারা চলে যান ইতিহাসে। ভারতের সাবেক মুসলিম শাসক মোঘল বাদশাহ হুমায়ুন ও বাহাদুর শাহ জাফর গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বলে উল্লেখ করা হয় তাতে। ২৪, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে