শিগগিরই সিরিয়া যাচ্ছে বিশেষ বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন একটি বিশেষ সামরিক বাহিনী শিগগিরই সিরিয়া অভিমুখে রওনা হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের উচ্চপর্যায় থেকে রোববার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশেষ এই বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থান নেওয়া আইএসবিরোধী সশস্ত্র সংগঠনগুলোকে সামরিক সহায়তা ও পরামর্শ দিবে।
ওবামা প্রশাসনের কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক বলেছেন, খুব শিগগিরই বিশেষ এই বাহিনী সিরিয়ার উদ্দেশ্যে রওনা হবে।
এই বাহিনী কুর্দিশ মিলিশিয়া পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপেজি), আরব গ্রুপ ও সিরিয়াক ক্রিশ্চিয়ানস বাহিনীর সমন্বয়ে আরব-কুর্দ বাহিনীকে পরামর্শ দিবে।
এই বাহিনীটিই গত সপ্তায় আইএসের কাছ থেকে সিরিয়ার এগারশ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। তাদের অভিযানে আইএসের তিনশ যোদ্ধাও নিহত হয়েছিল।
ম্যাকগার্ক ব্যাখ্যা করে বলেন, ওই বাহিনী আইএসের দখলে থাকা সিরিয়ার রাক্কা ও ইরাকের মসুলের মধ্যকার গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। -টাইমস অব ইন্ডিয়া।
২৪, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ