মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৪:৩৯:৫৩

আমেরিকার বিষয়ে পুতিনকে যা বললেন খামেনেয়ী

আমেরিকার বিষয়ে পুতিনকে যা বললেন খামেনেয়ী

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মার্কিন ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম এশিয়া নিয়ে আমেরিকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে যা এ অঞ্চলের সব দেশ বিশেষ করে ইরান ও রাশিয়ার স্বার্থের পরিপন্থী। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। ইরানে অনুষ্ঠিত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম জিইসিএফ’র তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিন সোমবার তেহরান পৌঁছেই সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনেয়ী এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হলে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ রাখতে হবে। প্রায় দু'ঘন্টাব্যাপী এ সাক্ষাতে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, পুরো পশ্চিম এশিয়ার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা রয়েছে আমেরিকার আর এ জন্যই তারা সিরিয়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এরপর মার্কিনিরা পুরো পশ্চিম এশিয়ার ওপর নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করেছে। এ ষড়যন্ত্র আঞ্চলিক সব দেশ বিশেষ করে ইরান ও রাশিয়ার জন্য মারাত্মক হুমকি। আঞ্চলিক ইস্যুতে বিশেষ করে সিরিয়ার চলমান দ্বন্দ্বে রাশিয়ার ভূমিকার প্রশংসা করে সর্বোচ্চ নেতা বলেন, এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মস্কোর তথা প্রেসিডেন্ট পুতিনের অবস্থান অনেক উন্নত হয়েছে। তিনি পুতিনকে উদ্দেশ করে বলেন, “মার্কিনিরা সবসময় তাদের প্রতিদ্বন্দ্বীকে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করে আসছে কিন্তু আপনি সে প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন।” সর্বোচ্চ নেতা আরো বলেন, মার্কিনিরা সেইসব ইস্যুতে আলোচনা করে যা সামরিক উপায়ে সমাধান করতে ব্যর্থ হয়। মার্কিন সরকারগুলোর এই লক্ষ্য অর্জনের বিষয়ে সতর্ক ও সক্রিয় অবস্থান থাকা দরকার। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সিরিয়ার বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে আমেরিকা যে অবস্থান নিয়েছে তা তাদের অন্যতম দুর্বল নীতি। সিরিয়ার জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসাদকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। জনগণের সেই পছন্দকে অস্বীকার করার অধিকার আমেরিকার নেই। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার যেকোনো সমাধান হতে হবে দেশটির জনগণ ও কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে। সর্বোচ্চ নেতা বলেন, আইএসআইএল বা দায়েশসহ সব সন্ত্রাসী গোষ্ঠীকে সরাসরি ও পরোক্ষ সহায়তা দিয়ে আসছে আমেরিকা যা তাদের আরেক নিশ্চিত অপরাধ। সন্ত্রাসীদের প্রতি আমেরিকার এই সমর্থন প্রমাণ করে তাদের কোনো সম্মানজনক কূটনীতি নেই। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অনেক দেশে আমেরিকা এমন শাসকদেরকে সমর্থন করে যাদের পাশে জনগণ নেই। সর্বোচ্চ নেতা রুশ প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট করে বলেছেন, পরমাণু ইস্যু ছাড়া সিরিয়া কিংবা অন্য কোনো দ্বিপক্ষীয় ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনা করবে না ইরান। তিনি বলেন, সিরিয়ায় সন্ত্রাসীরা যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে তা যদি পুরোপুরি বন্ধ না হয় তাহলে এই সন্ত্রাসীরা মধ্য এশিয়া এবং বিশ্বের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়বে। সর্বোচ্চ নেতা তার বক্তব্যের এক পর্যায়ে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ককে স্বাগত জানিয়ে তা আরো উন্নত করার কথা বলেন। পরমাণু ইস্যুতে তিনি বলেন, বিষয়টির যদিও এক ধরনের সমাপ্তি এসেছে তবে আমেরিকাকে বিশ্বাস করে না ইরান এবং এ বিষয়ে তেহরান চোখ-কান খোলা রেখেছে। ইরানের বিষয়ে রাশিয়ার অবস্থানেরও প্রশংসা করেন আয়াতুল্লাহ খামেনেয়ী। সাক্ষাৎ অনুষ্ঠানে পুতিন বলেন, সিরিয়া ইস্যুতে তেহরান ও মস্কো খুবই ঘনিষ্ঠ অবস্থান নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তার দেশ মনে করে সিরিয়া সমস্যার সমাধান হবে শুধুমাত্র রাজনৈতিক উপায়ে এবং দেশটির জনগণের চাহিদার ভিত্তিতে। তিনি পরিষ্কার করে বলেন, সিরিয়া ইস্যুতে নিজের ইচ্ছা দামেস্কের ওপর চাপিয়ে দেয়ার অধিকার কোনো দেশের নেই। এছাড়া, সিরিয়ার সরকারের কাঠামো এবং কে প্রেসিডেন্ট হবেন তা জনগণের পক্ষ হয়ে ঠিক করে দেয়ারও এখতিয়ার কারো নেই। এ সময় পুতিন জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়া বিমান হামলা অব্যাহত রাখবে এবং সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে তেহরান-মস্কো সহযোগিতা জোরদার করতে হবে। নিরাপত্তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের সঙ্গে সক্রিয় সহযোগিতার বিষয়ে পুতিন তার দেশের অবস্থানের কথাও তুলে ধরেন। আলোচনা শেষে রুশ প্রেসিডেন্ট একখানা কুরআন শরীফ ইরানের সর্বোচ্চ নেতাকে উপহার দেন। মুলব্যান এ উপহারের জন্য আয়াতুল্লাহ খামেনেয়ী পুতিনকে আন্তরিক ধন্যবাদ জানান। ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে