রুশ জঙ্গিবিমান তুরস্কে ভূপাতিত
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভূমি থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে তাদের একটি এসইউ-২৪ জঙ্গিবিমান সিরিয়ার ভূখণ্ডে ভেঙে পড়েছে। তবে এর মধ্যে থাকা দু’জন পাইলটই বিমানে গোলা আঘাত হানার আগেই বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। কিন্তু তারা এখন ঠিক কোথায় আছেন তা শনাক্ত করার জন্য ব্যাপক তল্লাশি চলছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়েছে। তুরস্কের দোগান নামের এক সংবাদ প্রত্রের বরাদ দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
খবরে জানিয়েছে, নিখোঁজ পাইলটদের সন্ধানে রাশিয়ার সামরিক হেলিকপ্টার ঘটনাস্থলের আকাশে টহল দিচ্ছে। এ ছাড়া, কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরা জানিয়েছে, একটি তুর্কী বিদ্রোহী গোষ্ঠী রুশ জঙ্গিবিমানটির একজন পাইলটকে আটক করার দাবি করেছে।
এদিকে, তুরস্কের সেনা কর্মকর্তারা দাবি করেছেন, তাদের একটি এফ-১৬ জঙ্গিবিমান থেকে গুলি চালিয়ে রুশ বিমানটিকে ভূপাতিত করা হয়েছে। রুশ জঙ্গিবিমানটি বারবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করছিল বলে সতর্ক করে দেয়ার পরও তা আমলে না নেয়ায় এটিকে গুলি করা হয় বলে আঙ্কারা দাবি করেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আঙ্কারার এ দাবির কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, রাশিয়ার জঙ্গিবিমানটি তার অভিযানে একবারও তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেনি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি জঙ্গিবিমান সিরিয়ার লাতাকিয়া প্রদেশের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ছে। এটি সিরিয়ায় তৎপর সরকার বিরোধী জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকায় ভূপাতিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশের জাবাল তুর্কমেন পাহাড়ে রুশ জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে ওই এলাকায় সিরিয়ার সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল।
গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় তৎপর তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর এ হামলা শুরু করে মস্কো।
২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�