মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৫:৫০:০৩

যেকারনে ১.৫ কোটি ডলার ক্ষতিপূরণ চাইল ঘড়ি বালক

যেকারনে ১.৫ কোটি ডলার ক্ষতিপূরণ চাইল ঘড়ি বালক

আন্তর্জাতিক ডেস্ক : মিথ্যা অভিযোগে গ্রেপ্তার ও হেনস্থার জন্য মার্কিন সরকারের বিরুদ্ধে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করল টেক্সাসের স্কুলপড়ুয়া ঘড়ি বালক আহমেদ মহম্মদ। পেনসিল বাক্স থেকে তৈরি করা ঘড়িকে বোমা ভেবে ভুল করেছিল স্কুল কর্তৃপক্ষ। তার জেরে গত সেপ্টেম্বর মাসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে হাজতবাস করতে হয় নবম শ্রেণির এই ছাত্রকে। পরে তাকে বেকসুর রেহাই দেওয়া হলেও এ ঘটনার কারণে তীব্র মানসিক আঘাত পায় ওই ঘড়ি বালক। এর পর পড়াশোনার জন্য কাতারের এক প্রতিষ্ঠান অনুদানের প্রস্তাব দিলে সে দেশেই পাকাপাকি বসবাস করার সিদ্ধান্ত নেয় আহমেদের পরিবার। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। কাতার প্রবাসী কিশোরের পক্ষে সম্প্রতি টেক্সাসের আর্ভিং নগর প্রশাসনের বিরুদ্ধে ১ কোটি এবং স্থানীয় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৫০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তার আইনজীবী। সংবাদমাধ্যমকে লেখা এক চিঠিতে আইনজীবী জানিয়েছেন, ভিত্তিহীন সন্দেহের জেরে আহমেদ ও তার পরিবারকে প্রবল শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে। তিনি জানান, ৬০ দিনের মধ্যে দাবি মানা না হলে আর্ভিং নগর প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। চিঠিতে আইনজীবী অভিযোগ করেছেন, নিজের হাতে তৈরি ঘড়ি নিয়ে স্কুলে পৌঁছনোর পর ইংরেজির শিক্ষকের মনে হয় তা আসলে বোমা। সন্দেহের ভিত্তিতে পুলিশে খবর দেওয়া হলে এই কিশোরকে এবং পুলিশ গিয়ে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। তার সাথে এই অভিযোগও করা হয়েছে, গ্রেফতারের সময় আহমেদকে তার অভিভাবকদের ফোন করতে দেওয়া হয়নি এবং জোর করে তাকে দিয়ে 'ভুয়ো বোমা আনার কথা স্বীকার করানো হয়' একটি বিবৃতিতেও সই করিয়ে নেওয়া হয়। ঘটনার পর টিভি-র সাক্ষাত্‍কারে আর্ভিং শহরের মেয়র বেথ ভ্যান ডাইন বিবৃতি দেন, ওই কিশোর স্কুলে ভুয়ো বোমা নিয়ে এসেছিল বলে গ্রেপ্তার হয়েছে। শুধু তাই নয়, জেরার মুখে পুলিশের সঙ্গে আহমেদ সহযোগিতা করছে না বলেও তিনি অভিযোগ করেন। চিঠিতে ভ্যান ডাইনকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন আহমেদ মহম্মদের আইনজীবী। ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে