মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:২৫:৫০

আইনস্টাইনের স্মৃতিসৌধ তৈরির আবেদন

আইনস্টাইনের স্মৃতিসৌধ তৈরির আবেদন

আন্তর্জাতিক ডেস্ক : সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পাওয়া আলবার্ট আইনস্টাইনের স্মৃতিসৌধ বানানোর আবেদন করা হয়েছে। জগৎ সেরা ব্যক্তি অথবা জাতীয় ব্যক্তিরদের স্মৃতিসৌধ তৈরিতে যখন পৃথিবীর অনেক দেশেই উঠে পড়ে লেগেছে তখন এই প্রস্তাবটি করে খোদ অবসার্ভার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি সুধীন্দ্র কুলকার্ণি। ভারতের মুম্বাইয়ে আইনস্টাইনের স্মৃতিসৌধ বানানোর প্রস্তাব নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে একটি লিখিত আবেদন পাঠিয়েছেন। কুলকার্ণির আবেদন, অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব (জেনারেল থিওরি অফ রিলেটিভিটি) আবিষ্কারের একশো বছর পূর্তি উপলক্ষ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে মহারাষ্ট্র সরকারের যোগ দেওয়া উচিৎ। এপিবি আনন্দের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। একশো বছর আগে ১৯১৫ সালের ২৫ নভেম্বরই আইনস্টাইন বিশ্বের সামনে আপেক্ষিকতার তত্ত্ব পেশ করেছিলেন। এই তত্ত্বের সাহায্যেই মার্ধাকর্ষণ তত্ত্বও সামনে এসেছে। মানুষ জেনেছে মহাবিশ্ব, কৃষ্ণ গহ্বার বা মার্ধাকর্ষণ তরঙ্গের মতো বিষয় সম্পর্কে। শুধু তাই নয় বর্তমানে নৌ চলাচলের জন্য ব্যবহৃত হওয়া জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমও এর জন্যেই ব্যবহৃত হয়। পদার্থবিদ্যায় এই পরিবর্তনই সারা বিশ্বে স্মরণ করা হবে আগামীকাল। সেখানে সামিল হওয়া উচিৎ ভারতের, দাবি কুলকার্ণির। কুলকার্ণি আরো দাবি করেন, মুম্বাইয়ে এখনই কোনও রাস্তার বা স্কোয়্যারের নামকরণ আইনস্টাইনের নামে হওয়া উচিৎ, সঙ্গে স্মৃতিসৌধও বানানোর প্রস্তাব রেখেছেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে মু্ম্বাই এখনও অনেকটা পিছিয়ে রয়েছে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের স্বীকৃতি দেওয়ার বিষয়। এবিষয় মহারাষ্ট্র সরকারেরই উদ্যোগ নিয়ে সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আইস্টাইনকে স্মরণ করার ব্যবস্থাগ্রহণ করা উচিৎ। ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে