আর মাত্র ২০ বছর, ধ্বংসের তালিকায় ১০ দেশ
আন্তর্জাতিক ডেস্ক : আমরা কি ক্রমেই তলিয়ে যাব সময়ের কালগর্ভে? যে সমুদ্রের নোনা জলে প্রাণের উত্পত্তি, সেই বিপুল বিস্তৃত জলরাশির নিচেই কি একদিন হারিয়ে যাব আমরা?
সেই দিন যে আর বেশিদিন নয়, মাত্রই দুটো দশক। দেখতে দেখতে বেজে যাবে বিশের বাঁশি। একসঙ্গে দশ দশটা দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে। এতটা হাল্কাভাবে উড়িয়ে দেয়ার মতো নয়।
সৃষ্টি যখন আছে, ধ্বংস নিশ্চিত। জন্ম হলে মৃত্যু অবধারিত। আজ নয়তো কাল। সেই কালটাই আর মাত্র ২০ বছর।
স্পেন, উত্তর কোরিয়া, বেলজিয়াম, চিন, ইরাক, লিবিয়া, মালদ্বীপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইসলামিক স্টেট- আশঙ্কা এই দশটি দেশের। আর কোনো অস্তিত্বই নাকি থাকবে না।
স্পেনের কথাই ধরুন, মনে করা হচ্ছে, সবথেকে আগে বিলুপ্ত হবে এ দেশ। এরপরই যে দেশটি তলিয়ে যেতে পারে তার নাম মালদ্বীপ। এখন সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাত্র ১.৫ মিটার। মহাসাগরের নিচে তলিয়ে যাওয়া সময়ের অপেক্ষা। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�