বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১২:৪৫:০৯

ম্যালেরিয়া দমনে বিজ্ঞানীদের নয়া আবিস্কার

ম্যালেরিয়া দমনে বিজ্ঞানীদের নয়া আবিস্কার

আন্তর্জাতিক ডেস্ক : বিজ্ঞানীদের এক গবেষনায় দেখা গিয়েছে, পৃথিবীর ইতিহাসে যুদ্ধে এই পূর্যন্ত যত মানুষ প্রাণ হারিয়েছেন ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছেন তার থেকে প্রায় দ্বিগুণ। প্রতি বছর পৃথিবীতে প্রায় ৫ লক্ষ মানুষ প্রাণ হারায় শুধুমাত্র ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে। এই মৃত্যু শিখরে র্শীষে রয়েছে আফ্রিকা। ম্যালেরিয়ার মরন কবল থেকে বাঁচতে নতুন দিশার সন্ধান পেয়েছেন ক্যার্লিফোনিয়ার বিজ্ঞানীরা। তাদের মতে মশার দেহকোষের পরিবর্তন আনতে পারলে মানুষের দেহে ম্যালেরিয়া ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। গবেষণায় সফলও হয়েছেন তারা। পরীক্ষাগারে মশার ডিএনতে ম্যালেরিয়া বিরোধী জিন প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের মশারা ম্যালেরিয়া জীবানু বহন করার ক্ষমতা হারিয়ে ফেলবে। এখন পর্যন্ত গবেষণাগারে এই পরীক্ষা সফল হয়েছে। অধ্যাপক অ্যান্টনি জেমস জানান, "আমরা এমন একটি জিন তৈরী করতে পেরেছি যেগুলো মশার কোষে ঢোকানোর পর সেগুলো ম্যালেরিয়া জীবাণু প্রতিরোধ করতে পারছে।" তার মতে ভবিষ্যতে ম্যালেরিয়াকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। ২৫, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে