বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮, ০১:০৪:৩৭

ভয়াবহ ঝড়ের তাণ্ডবে ভেঙে গেলো তাজমহলের মিনার-গম্বুজ

ভয়াবহ ঝড়ের তাণ্ডবে ভেঙে গেলো তাজমহলের মিনার-গম্বুজ

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ঝড়ের তাণ্ডবে ভেঙে গেলো তাজমহলের মিনার-গম্বুজ। প্রবল ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অন্যতম সেরা স্থাপনা ও বিশ্বের পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তাজমহল। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়ে ভেঙে গেছে এ ‘ভালোবাসার স্মৃতিসৌধ’র রাজকীয় ও দক্ষিণ ফটকের মিনার ও গম্বুজ।

বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর উত্তর প্রদেশের আগ্রায় যমুনার তীর ঘেঁষে কারুকার্যখচিত শ্বেত মর্মর পাথরের স্থাপনাটি এ ঝড়ের কবলে পড়ে। তবে এ বিষয়ে তাজমহলের কর্তৃপক্ষ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই’র কোনো কর্মকর্তা কোনো মন্তব্য করেননি।

সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান সন্তান জন্মদানকালে স্ত্রী আরজুমান্দ বানু বেগম ওরফে মুমতাজ মহলের মৃত্যুতে তার স্মৃতির প্রতি ভালোবাসায় এই সৌধ বানিয়েছিলেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে