বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০১:২৩:৫৯

কাশ্মীরে ঘুরতে গিয়ে বিক্রি হল যেই মেয়ে

কাশ্মীরে ঘুরতে গিয়ে বিক্রি হল যেই মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক : উনিশ বছর পর ঘরে ফিরেছে হারিয়ে যাওয়া সেই মেয়ে। হতদরিদ্র পরিবারে আজ খুশির জোয়ার। মেয়েকে দেখতে এসেছে গোটা গ্রামের মানুষ। মেয়র ফেরার খবর ছড়িয়ে পরেছে পুরো মুর্শিদাবাদের মির্জাপুরে। উনিশ বছরের জীবনযুদ্ধে জিতে আজ সফল ঘরের মেয়ে। কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। বয়স তখন উনিশ-কুড়ি হবে। বিবাহিত তরুণী বাবা-মায়ের কাছেই থাকতেন বেশিরভাগ সময়। প্রতিবেশীদের সঙ্গে সেসময়ই কাশ্মীর বেড়াতে গিয়েছিল। প্রতিবেশীদের মধ্যে তিনজন পুরুষ আর একজন মহিলা ছিলেন। তারপর থেকেই আর বাড়ি ফেরা হয়নি। বেলডাঙা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ওই প্রতিবেশীরাই কাশ্মীরে তরুণীকে বিক্রি করে দেয় বলে অভিযোগ। এর মধ্যে দুই-তিন বার হাত বদল হয়ে যান তরুণী। তার স্বামী দ্বিতীয় বিয়ের জন্যই নাকি তাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল। অভিযোগ পরিবারের। নাতনির খোঁজে কয়েকবার কাশ্মীরও ছুটে গেছেন ঠাকুমা। উনিশ বছর পর অবশেষে ঘরে ফিরেছে মেয়ে। মেয়ের কাছেই পরিবার শুনেছে হাত বদল হওয়ার পর অবশেষে এক কাশ্মীরি যুবকের সঙ্গে বিয়ে হয়েছে তার। সেদিনের তরুণী আজ পাঁচ সন্তানের মা। বারবার বাড়ি ফিরতে চেয়েছেন। ঘরে ফেরা আটকাতে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে তাকে। দ্বিতীয় স্বামীও ফিরতে দেননি মুর্শিদাবাদে। শেষে রেজিনগর থেকে কাশ্মীরে কর্মসূত্রে যাওয়া কয়েকজনের সাহায্যে ঘরে ফেরেন তিনি। ২৫, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে