বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৪:২৭:২২

পোষার জন্য রোবট বিড়াল

পোষার জন্য রোবট বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক : সময় কাটানোর জন্য বা আমাদের নিসঙ্গতা দূর করার জন্য আমারা অনেকেই বিড়াল বা কুকুরের মতো প্রাণি পুষে থাকি। অনেক সময় এই বিড়ালের খাওয়া, ঘরের মধ্যে তার বসবাস কিংবা যত্ন নেওয়া এইসব করতে অনেক ঝামেলাতেও পড়তে হয়। আবার বাড়ির মধ্যে বড়রা প্রতিনিয়ত কথা শুনায় এ পোষা প্রানীটির জন্য। আচ্ছা কেমন হবে যদি কেউ বিড়াল পুষেন কিন্তু তাকে নিয়ে খাবার খাওয়ানো নিয়ে চিন্তা করতে না হয়, না থাকে কোনো যত্ন নেওয়ার ঝামেলা? বরং, বিড়ালই মালিকের কাজ করে দেবে। না, কোনো আজগুবি গল্প নয়, বলা হচ্ছে যান্ত্রিক বিড়ালের কথা। মার্কিন খেলনা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাসব্রো এমন এক যান্ত্রিক বিড়াল বানিয়েছে। নিজেদের ওয়েবসাইটে তারা জানান, এই রোবোটটিকে বাস্তব বিড়ালের মতোই দেখায় আর শব্দ করে। গ্রাহকদের জন্য রাখা হয়েছে এমন তিন ধরনের রোবোটিক বিড়াল- অরেঞ্জ ট্যাবি, রূপালি আর মাখনের মতো সাদা। এই বিড়ালেরও রয়েছে “নরম পশম, বাস্তবের মতো গরগর আওয়াজ, আর আনন্দদায়ক মিউ ডাক।” এটি জড়িয়ে ধরা, পোষা, আর নড়াচড়া একদম বাস্তব বিড়ালের মতোই বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। নিজেদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি বলে, “আমরা বিশ্বাস করি, মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে খেলার ক্ষমতা আনন্দ নিয়ে আসতে পারে, আর আমরা আমদের বন্ধু, ভক্ত আর গ্রাহকদের কাছ থেকে শুনেছি আমাদের কিছু খেলনা বিশেষভাবে বয়স্কদের কাছে আকর্ষণীয়।” এই রবোটিক বিড়ালের সঙ্গে থাকবে একটি ব্যবহারবিধি। যা থেকে ব্যবহারকারীরা একদম বাস্তব প্রাণি পোষার অভিজ্ঞতা অর্জনের কায়দা শিখতে পারবেন। ২৫, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে