এবার কাশ্মীরে জঙ্গি হামলা, মৃত ১
আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। সেই ধারবাহিকতায় এবার জঙ্গি হামলার কবলে জম্মু-কাশ্মীর। বুধবার সকালে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে তাংধার সেক্টরে সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুঁড়তে থাকে কয়েকজন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত জঙ্গি। এই হামলায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
হামলায় জঙ্গিরা গ্রেনেড লঞ্চার ব্যবহার করেছে বলে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন। জঙ্গি হামলার পাল্টা জবাব দেন জওয়ানরাও। দু-পক্ষের গুলির লড়াই এখনও চলছে বলে ভারতীয় সেনাদের জানানো হয়েছে। কাশ্মীরের কুপওয়ারা জেলার এই তাংধার সেক্টর দিয়ে আগে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকত। এবারেও জঙ্গি হামলার পেছনে অনুপ্রবেশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গোলাগুলি ছুঁড়ে সেনা শিবিরকে ব্যস্ত রেখে অন্যদিক দিয়ে অনুপ্রবেশ ঘটছে বলে সন্দেহ করা হচ্ছে।
অন্যদিকে মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার এই জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলসের সদস্যরা। মাঙ্গনার গ্রামের কাছে দুঙ্গি চিড় জঙ্গলে এই জঙ্গি ঘাঁটিটি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে একটা একে-৪৭ রাইফেল, ১১৩ রাউন্ড গুলি, ২টা আইইডি, একটি চিনা গ্রেনেড ও বেশ কয়েকটি পাকিস্তানি সিম কার্ড পাক কারেন্সি পাওয়া গিয়েছে।
২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�