বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৫:১৩:১৫

কড়া জবাব দিতে প্যারিসে ওবামা

কড়া জবাব দিতে প্যারিসে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব জলবায়ুর পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক বৈঠকে বসতে চলেছেন আমেরিকা, ফ্রান্স, ভারত এবং চীনের রাষ্ট্রপ্রধানরা। প্যারিসে অনুষ্ঠিতব্য এই সম্মেলন থেকে সন্ত্রাসবাদীদের কাছে কড়া জবাব দিয়া হবে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্যারিস হামলার পরে এই প্রথম কোনও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৩০ নভেম্বর প্যারিসে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ প্যারিস হামলার পরে প্রথমবার দেখা করছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। জলবায়ু শীর্ষ সম্মেলন যোগ দেওয়ার আগে এক সাংবাদ সম্মেলনে ওবামা বলেছেন, "প্যারিস সম্মেলনের মাধ্যমে সন্ত্রসাবাদীদের বোঝানো যাবে যে, গোটা বিশ্ব তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একইসঙ্গে এই বার্তাও দেওয়া হবে, আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গঠনে আমরা শঙ্কিত নই।" মারাত্মক সন্ত্রাসবাদী হামলার পর প্যারিস স্বাভাবিক জীবনে ফিরে আসায় দৃঢ়চেতা ফ্রান্সের প্রশংসাও শোনা গিয়েছে ওবামার গলায়। এ মাসের গোড়ার দিকে প্যারিস হামলার পর বিহ্বলতা কাটিয়ে বিশ্বের সাংস্কৃতিক প্রাণকেন্দ্রে মেট্রো, ক্যাফেটেরিয়া ও থিয়েটার হলগুলিতে যেন নতুন প্রাণ ও ছন্দ ফিরে এসেছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "সন্ত্রাসের তোয়াক্কা না করায় প্যারিস বাসিদেরকে ধন্যবাদ।" মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পর প্যারিসের এক বাসিন্দা ট্যুইট করেছেন, "প্যারিস প্যারিসেই থাকবে।" কথাপ্রসঙ্গে প্যারিসে তার পত্নী মিশেল ওবামার সঙ্গে কাটানো যৌবনের স্মৃতিচারণাও করেন মিঃ প্রেসিডেন্ট। প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। মোদীর পাশাপাশি চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গেও ওবামা পৃথক বৈঠক করবেন বলে জানিয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রডস। সূত্র : কলকাতা ২৪। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে