বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৫:৪১:৩১

আইএস থেকে পালাতে গিয়ে খুন তরুণী

আইএস থেকে পালাতে গিয়ে খুন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : জন্মসূত্রে অস্ট্রেলিয়ান এবং এখানেই বসবাস করতে থাকেন। কিন্তু আইএসের পাতা ফাঁদে পাদিয়ে নিজের দেশ ছেড়ে পাড়ি জমান সিরিয়ায়। যোগদেন জঙ্গি সংগঠন আইএসের সাথে। নিজের কাজের স্বীকৃতি হিসেবে আইএস থেকে ‘পোস্টার গার্ল’ খ্যাতাব অর্জন করেন সামারা। অবশেষে নিজের ভুল বুজতে পেরে সিরিয়া থেকে পালাতে গিয়ে আইএস সদস্যদের হাতে খুন হতে হয়েছে পোস্টার গার্ল সামরাকে। কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এখবর দিয়েছে। অস্ট্রেলিয়া থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিয়েছিল ১৭ বছরের সামরা কেসিনোভিক ও তার বান্ধবী সাবিনা সেলিমোভিক আইএসের 'পোস্টার গার্ল'-এ পরিণত হয়। ২০১৪-র এপ্রিল মাসে তারা দুজন আইএসের ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি উৎসাহ দেখে সিরিয়ার পথে পাড়ি জমান। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদপত্রে এই দাবি জানানো হয়েছে যে সামরাকে পিটিয়ে মেরে ফেলেছে আইএস। রাক্কা ছেড়ে পালানোর চেষ্টা করেছিল সে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই খবররে সত্যতা স্বীকার করা হয়নি। একটি সংবাদমাধ্যমে তিউনিসিয়ার এক মহিলার কথা উল্লেখ করা হয়েছে যে সামরাদের সঙ্গে সিরিয়ায় থাকত। সে পালিয়ে আসতে পেরেছে বলে সূত্রের খবর। সেই সূত্রই জানিয়েছে সামারার মৃত্যুর খবর। চলতি বছররে প্রথমে জাতিসঙ্ঘের পক্ষ থেকে জানানো হয় দুজন অস্ট্রেলিয়ার কিশোরী সিরিয়ায় পালিয়ে গিয়েছেন। পরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আসে তাদের ছবি। সেখানে দেখা যায় তাদের হাতে রয়েছে কালাশনিকোভের রাইফেল। তাদের ঘিরে রয়েছে বন্দুকধারী যুবকেরা। এই ছবি ব্যবহার করে কিশোরী মেয়েদের আইএসের সদস্য হিসেবে টানার চেষ্টা হচ্ছিল বলে অনুমান করা হয়। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে