বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৬:১০:৫৭

অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করছে ভারত

অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প 'মেক ইন ইন্ডিয়াকে' বাস্তবায়িত করতে দেশের মাটিতেই বিমানবাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির কথা বললেন ভারতের বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। বিশ্বমানের বিমান ও তার প্রয়োজনীয় সামগ্রী ভারতেই তৈরি করা সম্ভব বলেই মনে করেন এই বায়ু সেনা। বুধবার মহারাষ্ট্রের নাসিকে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের একটি সেমিনার ও প্রদর্শনীর অনুষ্ঠানে ভারতের বিমান চালানোর বিদ্যার সরকারি সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল্‌) ভূয়সী প্রশংসা করেন এয়ার চিফ মার্শাল। গত ৫০ বছরে ভারতীয় বিমান বাহিনী প্রচুর উন্নতি করেছে। এর পিছনে 'হ্যালে’র ভূমিকা অনস্বীকার্য বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে ভারতীয় বায়ুসেনার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য রাশিয়া থেকে আমদানি করা হয়। প্রধানমন্ত্রীর 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে 'হ্যাল' বিশেষ ভূমিকা নিতে পারে বলে মনে করেন বায়ু সেনাপ্রধান। 'হ্যাল' এদেশেই বিমানবাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করতে সক্ষম। বিমান গবেষণা ও উন্নতির দিকে যদি 'হ্যাল' নজর দেয়, তাহলে বিমান নির্মাণ ও চালনার ক্ষেত্রেও ভারত বেপক উন্নতি করতে পারবে বলে মনে করেন তিনি। একইসঙ্গে তা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রেও সহায়ক হবে বলে জানিয়েছেন অরূপ রাহা। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে