মোদিকে খোঁচা দিয়ে যা বললেন রাহুল
আন্তর্জাতিক ডেস্ক : মোদি সরকারকে আরও একবার ‘স্যুট-বুট’ খোঁচা দিলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী৷ বুধবার বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজে ছাত্র-ছাত্রীদের সামনে বক্তৃতা দেয়ার সময় রাহুল বলেন, প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ ব্যর্থ নরেন্দ্র মোদির স্যুট-বুট কি সরকার৷
এদিন রাহুল গান্ধী বলেন, ‘এই সরকার যে ‘স্যুট বুট কি সরকার’ এই মতেই বিশ্বাসী, তা তাদের কার্যকলাপ থেকেই আপনারা বুঝতে পারবেন৷ প্রধানমন্ত্রী দু’কোটি কর্মসংস্থানের কথা বলেছেন৷ আপনি যদি আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন এবং এত কাজের সুযোগ সৃষ্টি করতে পারেন, তাহলে ঠিক আছে৷ কিন্তু ভারতের বিকাশ তার অর্থনৈতিক সমৃদ্ধি এবং তার মাধ্যমে দরিদ্রদের উপকৃত হওয়ার উপরেই নির্ভর করছে৷’
তিনি আরও বলেন, সরকার শুধু বড় বড় বাণিজ্য প্রতিষ্ঠানগুলিকেই বরাত দিতে ব্যস্ত৷ শিক্ষা এবং স্বাস্থ্যখাতে খরচ কমিয়ে এই বরাত দেওয়া হচ্ছে৷
এদিন ফের ললিত ইস্যুও খুঁচিয়ে তোলেন কংগ্রেসের ‘যুবরাজ’৷ তিনি বলেন, ‘রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং তার ছেলে ললিত মোদিকে টাকা দিচ্ছেন, মধ্যপ্রদেশের ব্যাপমের মতো দুর্নীতি হচ্ছে, দুর্নীতিতে ভরে গিয়েছে ছত্তিশগড় এবং মহারাষ্ট্র৷ অথচ সরকার ঠুঠো জগন্নাথ হয়ে বসে রয়েছে৷’ জমি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ৷ আমরা জমি বিল নিয়ে আলোচনা চাই৷ কিন্ত এ নিয়ে কথা বলতেই রাজি নয় কেন্দ্র৷
ছাত্রীদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, স্বচ্ছ ভারত এবং মেন ইন ইন্ডিয়া প্রকল্প কি আদৌ সফল? আম আদমি বলছে সবটাই ভাওতা৷ কোনও কাজ হয়নি৷ আপনারা কি মনে করেন? সূত্র : কলকাতা ২৪।
২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�