আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড ঝাঁকুনিতে মাঝ আকাশে বিমানের জানালা ভেঙে ৩ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানের একটি ফ্লাইটে।
অমৃতসর থেকে রাজধানী নয়াদল্লিগামী ওই বিমানটির যাত্রীরা এসময় তীব্র শ্বাস-কষ্টে ভুগেন। পরে তাদের অক্সিজেন মাস্ক সরবরাহ করা হয় বলে রোববার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (ভিটিএএনআই) মাঝ আকাশে প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। এ নিয়ে বিব্রত পরিস্থিতি তৈরি ঘটনার তদন্তে নেমেছে বিমান কর্তৃপক্ষ।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এআই-৪৬২ ফ্লাইটটি এতটাই কাঁপতে শুরু করে একজন যাত্রী কেবিনের ওপরের অংশে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়া আরো দু'জন যাত্রী হালকা আহত হয়েছেন।
বিমানটির জানালার প্যানেলের (১৮-এ) একটি অংশ ভেতরে খুলে পড়ে। তবে জানালার বাইরের অংশ ভেঙে না পড়ায় স্বস্তি দেখা দিলেও অনেক যাত্রী স্বাভাবিকভাবেই ভীত হয়ে পড়েন।
এমটিনিউজ২৪/এম.জে-এস