আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী এক বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন।
রোববার (২২ এপ্রিল) দেশটির রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় নিয়েছে বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র নিউজ এজেন্সি আমাক।
বোমা হামলার সময় ওই কেন্দ্রে ভোটার নিবন্ধনের কাজ চলছিল। ওই কেন্দ্রের বাইরে মানুষ নিজেদের নাম নিবন্ধনের জন্য অপেক্ষা করছিল। ওই সময়ই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী বশির আহমদ বলেছেন, হতাহতের অধিকাংশই নারী ও শিশু। তারা নিজেদের আইডি কার্ড ও নির্বাচনে নিবন্ধনের জন্য ওই নিবন্ধন কেন্দ্রে জড়ো হয়েছিলেন।
চলতি মাসেই দেশটিতে ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়।
এমটি নিউজ/এপি/ডিসি