বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৯:০৪:২৯

বিধ্বস্ত বিমানের পাইলট ‘হিরো অব রাশিয়া’

বিধ্বস্ত বিমানের পাইলট ‘হিরো অব রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এবং সিরিয়ার বিশেষ বাহিনী বিধ্বস্ত রুশ যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। সিরিয়ায় রাশিয়ার একটি ঘাটিতে এ পাইলট রয়েছেন বলে আজ(বুধবার) জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। গতকাল সিরিয়ার আকাশে তুর্কি জঙ্গিবিমানের গুলিতে রুশ এসইউ-২৪ বিমান বিধ্বস্ত হলে বিমানের দুই পাইলট প্যারাসুট দিয়ে বের হয়ে আসেন। শোগুই বলেন, পাইলটদের উদ্ধার অভিযান সফল ভাবে শেষ হয়েছে। দ্বিতীয় পাইলটকে রুশ ঘাটিতে নিয়ে আসা হয়েছে এবং তিনি ভাল আছেন বলে জানান তিনি। স্থানীয় সময় রাত ৩টা ৪০ মিনিটে এ অভিযান শেষ হয়েছ উল্লেখ করে অভিযানে জড়িত সবাইকে টেলিভিশন ভাষণে ধন্যবাদ জানান তিনি। এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় পাইলট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধারকৃত পাইলটসহ অভিযানে অংশ গ্রহণকারী সবাইকে হিরো অব রাশিয়া পদকে ভূষিত করা হবে। হিরো অব রাশিয়া হলো রাশিয়ার সাহসিকতার সর্বোচ্চ পদক। সিরিয়ার আকাশে বিধ্বস্ত রুশ যুদ্ধবিমানের অপর পাইলট সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে