বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১১:৫৪:১৯

পাক সেনাপ্রধানকে ব্রাজিলের ‘অর্ডার অব মেরিট’

পাক সেনাপ্রধানকে ব্রাজিলের ‘অর্ডার অব মেরিট’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে বিশেষ সম্মানসূচক খেতাব ‘অর্ডার অব মেরিট’ দিয়েছে ব্রাজিল সরকার। বহুমুখী হুমকির বিরুদ্ধে সফল লড়াইয়ে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেনা প্রধানকে এ সম্মানসূচক খেতাব দেয়া হয় বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়া। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। তিনি জানান, জেনারেল রাহিল শরীফ হচ্ছে প্রথম কোনো এশিয়ার সেনা কর্মকর্তা যাকে এই সম্মান দেয়া হলো। এ বিষয়ে আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, জেনারেল রাহিল শরীফ তার অকুতোভয় নেতৃত্ব, দৃঢ় আন্তরিকতা ও প্রতিশ্রুতিশীল পেশাদারিত্বের কারণে বিশ্বব্যাপী নেতৃস্থানীয় সেনা কর্মকর্তা হিসেবে বিবেচিত হচ্ছেন। পাক সেনাপ্রধান তিন দিনের জন্য ব্রাজিল সফরের গেছেন এবং মঙ্গলবার তিনি দেশটির চিফ অব জয়েন্ট স্টাফ জেনারেল হোসে কারলোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ব্রাজিলের চিফ অব স্টাফ সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জেনারেল রাহিল শরীফের প্রশংসা করেন। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে